তোর প্রতিক্ষা
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - বিরহ কাব্য

০৩/০৫/২০১৯
রাত্রি ১২ঃ০৮
,
হঠাৎ করেই ব্যথা
বুকের বাম পাশে শুন্যতার ভীড়ে আমি বড় একা,
তোর হলাহল মিশ্রিত ভালোবাসার বাণী দিয়ে তৈরি প্রাসাদ-
বিশ্বাসের কংক্রিট আজ বেমালুম খসে যাচ্ছে।
ভেঙে যাচ্ছে বুকের পাজর,যেখানে তোর এলোকেশি মাথার স্পর্শ ছিলো,
আমিও ভেঙে পরেছি বেদনার ভরে-
অজস্র আল্পনা গুলো ঠিকই আছে"
পরিচর্যার খামতি সেই আল্পনা মুছে দিচ্ছে খুব যত্ন করে___
পরিত্যাক্ত প্রাসাদ আজো তোর প্রতিক্ষা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।