নারী
- মন্ডল মোঃসুমন আহমেদ জয়
০৯ঃ১৪ সকাল
২৮/০৪/২০১৯
অন্যপূন্যা সে নারী কোথা?
গড়নে হাসিয়া চন্দ্র
রজনী করিয়া সারা"
দেবালয়ের অহমিকা
সে কোন ভুবন মাতা?
এ বেলায় প্রেমারতি
মহা খেলা চলিছে ধরায়-
আনন্দদ্বীপ্ত সুখপ্রতার সন্যিধ্যে
নারী নিজ হস্তে বিলায়।
আঃহা এ কোন নারী?
দোহাই দর্পিছে খোদায়!!
বিস্মিত হই সহসা
সে দোহাই সহজেই ভুলি যায়।
কি অপূর্ব মমতার প্রতাচ্ছবি
দৃশ্যপটে অবিরাম ভাসে,
নর্দমায় সদ্য ফোটা পুষ্প-
নিমজ্জিত সর্বনাশে।
হে নারী,হে মাতা,হে মমতার শীর
কোন আত্নতৃপ্তি করিছো অন্বেশন?
লজ্জার অবশিষ্ট নাহি -
আলোর পথে ডাকি হইয়োনা বধীর
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।