সেই মেয়েটি
- মন্ডল মোঃসুমন আহমেদ জয়
১৬/০৩/২০১৯
রাত ০৯:২১
,
সেই মেয়েটি আর দেখিনা
দেখা হয়না আর মেঠো পথের বাঁক,
বসন্তের কোকিল কোলাহল নেই-
নেই পলাশ ফুলের গুচ্ছ"
বসন্ত যেনো অভিমানে লুকিয়ে আছে
সেই মেয়েটি নেই বলে।
হিজল তমাল কেবল স্বপ্ন
বর্ষার মেঘমালা তার কালো কেশ,
প্লাবন আসে চলে যায়,মেয়েটি আসেনা-
দু হাত উড়িয়ে ইচ্ছে পাখি তার মন"
বৃষ্টি এখনো দেখি আর হাসি অট্টহাসিতে
শুধু দেখা হয়না সেই মেয়েটিকে।
মেয়েটি চুল বাধে কিনা আজ অজানা
চুলের বেনি এখনো দেখি দেখি লাল ফিতায় বাধা আমার অবুঝ মন,
হলুদ গাধা ফুল তার খোপায় তাজ হয়ে থাকে-
আর কবির কল্পনায় হাজার ছন্দ দেখি"
শুধু দেখিনা সেই মেয়েটির খোপায় কোনো ফুল।
বেনারসি শাড়ি আজ তুচ্ছ মনে হয়
লোকারন্যে খুজি গ্রামের নববধূ,
হাজার রঙে রঙ মাখিয়ে দেখি লাল-
দেখিনা সেই মেয়েটি দেখা হয়না লাল বেনারসি।
রিনঝিন শব্দে বৃষ্টি দেখি আর হাসি
এই বুঝি লাল কাচের চুড়ি বাজে,
রমনি আজ অনেক সাজ সাজে ঠিকই-
দেখিনা দেখা হয়না কাচের চুড়ি।
নাকের নোলক অনেক ভারি
কোমড়ের বিছা!ধুর জঞ্জাল,
সে যুগ তো আর নেই-
নেই মমতা মাখা উল্লাস।
মনে পরে আলতা বিবির কথা
কি মজার গল্পই না ছিলো!
হরেক উৎসব দেখি
দেখিনা আলতা মাখা মসৃন দুটি পা-
আজ দেখি পদার্পনে রক্তের গন্ধ।
প্রকৃতির সবুজ হারিয়ে গেছে
হারিয়ে গেছে লাজুক সেই নববধূ,
হারিয়ে গেছে হৃদয়ের সমস্ত সুখ-
তাই দেখা হয়না সেই মেয়েটি।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।