ফাল্গুন
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - আনন্দ কুয়াশা

১৩/০২/২০১৯
রাত্রি ১১:০৭

ফাল্গুন এলো রে আবার
এলো সপ্তসুখের বাহার,
মৃন্ময় অভয় ভেদ করিয়া-
পুষ্প কানন রাঙিয়া এলো বসন্ত।
চপলা চম্পক মৃদু বাতায়নে হৃদয় হেরিলো হে বসন্ত,
হাজারো সুরে মুখরিত মম চিত্ত
নিখিল তোরন আজি রক্ত রঙা-
মহুয়ার মাতাল বৈরি বাতায়ন।
ঠক ঠক ঠক কড়া নারিছে মোর দ্বারে
আসিয়াছে প্রেম লয়ে রঙিন বসন্ত,
খোপায় গুজে কৃষ্ণচুড়া পুষ্প-
প্রেমবাহতায় ডাকিছে কোলিলা।
এহেম ক্ষনে সখি তোমা দর্শন
বসন্ত সাজে মরিছো লাজে,
আহা,,সপ্ত কাহনের এক কাহন আজি মোর আঙিনায়-
অপুর্ব সর্গতায় বিভোর আমি।
মাতাল বাতায়ন কেবলি তোমা পানে টানিছে সখি
অপলক চাহনি যেনো মোরে উম্মাদ করিছে,
তুমি কি সেই ফাগুনের রক্তরাঙা প্রেয়সী?
ভালোবাসার স্পর্শ লয়ে আসিছো মোর দ্বারে-
স্বাগতম হে ফাল্গুনের রঙধারী।
প্রেমাব্রতে অভিলাসী মাধুর্য
কৃষ্ণচুড়া রাঙিয়া রক্তলাল,
কাননে কাননে পুষ্প বাহার-
আজি বিবর্ন রঙিন হইয়া যায়"
সখি তুমি মোর ফাল্গুনী।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।