জয়োগান
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - নীতি কাব্য
০৯/০২/২০১৯
রাত্রি ১১:০১
,
তোমা তরে জয়োগান হে সত্য পথিক
নির্ভিক হেরি শ্লোগান,
স্বাগতম হে অভয় দিশারী-
আনিলে ধরায় আলোর সোপান।
বক্ষ পাজরে শত জোয়ানের সাহস লইয়া
অন্যায় আধিপত্ত ধুলায় লুটায়ে চলিছো,
অনাহারে অন্ন করিছো দান-
তোমা তরে খোশ হইয়াছেন আল্লাহ্ মহান।
বিব্রত ভুবন কাননে দিশাহারা শহশ্র মানব
ধ্বংস তান্ডব কেবলি ধেয়ে আসিছে,
বিবস্ত্র হইয়াছে মানবতা-
হেথা নগন্য কর্ম কেবলি বর্ধিত!!
হে নবিন এহেম ক্ষনে তোমারে চাহে ভুবন।
জয়োগান কেবলি তোমা তরে
সন্ধিনিশান হস্তে ধরিয়াছো,
বক্ষে ধরিছো সততার গান-
হে নবিন তোমা তরে জয়োগান।
অসহায়ের চকিত চাহনি
তোমার হস্ত পানে,
কে বা আসিবে এহেম নিদানে?
কে বা করিবে বিবস্ত্রে বস্ত্র প্রদান?
সহসা আসিলে হেথা তুমি
আনন্দে আত্নহারা নিস্কৃয় পলয় ভূমি।
শত প্রতিক্ষার অবসানে তোমা দর্শন
হেথা নামিয়া আসিলো সুখো বর্ষন,
হে সত্য পথিক নবিন জোয়ান-
তোমা তরে আজি জয়োগান।
অনচারে নিবৃত ব্যথিত লোকালয়
হত্যাযজ্ঞতায় চলিছে মহা প্রলয়,
হেথা অগ্নি দাহনে বাতাসে ভাসে রক্ত ঘ্রান-
তোমা পদার্পনে ঘটিলো শান্তি প্রনয়।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।