বিদায়
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - বিরহ কাব্য
০৮/০২/২০১৯
রাত্রি ১০:২২
,
অন্তিমঞ্জা পাজর বিকল গঢ়ন
ব্যথার রোদনে বাধিয়া নয়ন
ডাকিলেম তারে অনুনয়ে।
চলিছে যে বা অদুর দুরে
চাহিনে তারে রাখিবারে মুড়ে,
সাধ্য কেবলি নিথর অবর-
আগলায়ে রাখিব কেমন করে?
প্রেমাব্রতে অশ্রু রাখে
বেদন আসিয়া আমায় ডাকে,
চম্পক চঞ্চল হেরি দৃষ্টি-
বাণ হইয়া বিধিলো মোর বক্ষে।
সহসা বিদায় চাহিলো
"বলিলো"চলিলাম প্রিয় স্বজন দ্বারে,
আহা,,বক্ষ ভেদিয়া কলিজায় টান-
কেমনে বুঝাইবো তারে এহেম অভিমান?
হেরি চরনে কত মালতী পুষ্প
মাতোয়ারা করিছে সুঘ্রান,
অবাক নয়নে তাকায়ে দেখিলো মোরে-
আমি বিদায় জানাইবো কি করিয়া তারে?
অন্তিম ক্ষনে সকলি হইয়া ভিন্ন
শত মায়া মমতা করিলো নগন্য,
বেহারা আসিলো পালকি সাজায়ে-
কোলাহলে নিস্তব্ধ বিস্তন্য।
মম চিত্ত চাহে অন্তিম দর্শন
সহসা নামিয়া আসে আষাঢ় বর্ষন,
হেরি বদনে হাজারো বাক্যের চয়ন-
অনুরাগে নিরব নিথর খঞ্জন।
নয়ন বুজিয়া অশ্রু মু্ছিয়া
দিলেম বিদায় তারে,
ভুবন বেদন বক্ষে চাপায়ে-
মৃত্যু লই বারে বারে।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।