শৈশব জীবন
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - জীবন কথা
২০/০১/২০১৯
,
হারিয়ে খুজি দিঘির জলে মন
অশান্ত মন হারায় অকারন,
হিজল তলা সবুজ মালা-
এপার ওপার সাঝের বেলা"
শাক কুড়োনীর বন
কোথায় যেনো হারিয়ে গেলো মন।
ছুটির ঘন্টা প্রথম পাঠে
ছুটাছুটি সবুজ মাঠে,
গুল্লাছুট আর বৌছি খেলা-
হারিয়েছি ছোট বেলা"
ছিলো আনন্দের জীবন।
বানের জলে ডুব সাতারে
শাপলা ফুল আর শালুক খোজা,
হারিয়ে গেছে লোকোচুরি-
গল্প শোনা চাদের বুড়ি"
পাবোনা আর খুজলে এ ভুবন
কোথায় যেনো হারিয়ে গেলো মন।
গাছের ডালে দোলনা দোলায়
সুখ খুজেছি ফুলের মালায়,
পাখির গানের মুগ্ধ সুরে-
হিমেল হাওয়া হৃদয় জুরে"
সুখের কোনো ছিলোনা বারন।
কঞ্চি হাতে 'মা'র বকুনি
বুকের মাঝে ধুকপুকানি,
কাছে পেলে দিবে সাজা-
সে জীবনটা শুধুই মজা"
আর পাবোনা সুখের সাত কাহন
কোথায় যেনো হারিয়ে গেলো মন।
বিকেল শেষে সন্ধা নামে
জোনাক কিনি তারার দামে,
চাঁদের আলোয় জমিয়ে আড্ডা-
ভুত খুজেছি হুতোম নামে।
ছন্দে ছন্দে ধাঁধাঁর খেলা
আনন্দময় রজনী বেলা,
ঘুমের ঘোরে বাবার সোহাগ-
শিওরেতে মিষ্টি মন্ডা"
সবই নেবো রাত্রি পোহাক
মায়া মমতায় বাধা ছিলো ছোট্ট এ জীবন_
হারিয়ে খুজি বন বাদারে
কোথায় যেনো হারিয়ে গেলো মন।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।