ক্ষমতা লোভী
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - নীতি কাব্য
১৮/০১/২০১৯
রাত্রি ১২ঃ৪১
অনেকটা পথ পেরিয়ে এসেছি
অনেকটা দুর্লভ প্রান্তর জয় করেছি,
ছিনিয়ে এনেছি বহু আনন্দ-
তবুও বুঝি হয়নি আমার জয়,,
তবুও আমার কপাল মন্দ।
ক্ষমতা হলেই তো হলো
প্রতিশ্রুতি মনে থাক বা না থাক,
সংবর্ধনার ব্যতিব্যস্ততায় সকলি নির্বাক-
ধুর ধুর করে তাড়ানো দেখে আমি অবাক।
তুমিও দ্বারে দ্বারে ভিক্ষুকের ন্যায় ঘুরেছো
কি করে ভুলে যাও?
কি করে ভুলে যাও তোমার প্রতিশ্রুতি?
আবার হয়তো আসবে সময়-
সেদিনও থাকবে তোমার ক্ষমতা পাবার আকুতি।
আরো দেখেছি অনেক তামাশা
রক্তাক্ত রাজ পথের দাগ এখনো মুছে যায়নি,
মুছে যায়নি স্বজন হারানো অশ্রু-
থেমে যায়নি সন্তান হারা মায়ের বুকের হাহাকার,,
তবু ক্ষমতা লোভিরা চমৎকার।
এখনো দেখার বাকি আছে
বাকি আছে নির্বোধের চোখ খুলবার,
তোমরা যার সুখের অন্বেশনে নিজেকে করছো দুর্বার-
সে তো চার দেয়ালে সুরক্ষিত,সে তো আছে চমৎকার।
ক্ষমতা লোভি সাবধান হও
মিথ্যা প্রতিশ্রুতি বন্ধ করো,
ন্যায়ের সাথে রাজ পথে নামো-
প্রতিনিধি হবে তুমি আবারো।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।