বেদনার নীল নকশাঁ
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - প্রতিবাদ
১৮/০১/২০১৯
রাত্রি ১২ঃ৫০
,
বেদনার নীল নকশা
এ আমার শেষ পরাজয়,
অনেক দুরন্ত প্রান্তর অতিক্রম করে এ প্রান্তে এসেছি_
যাবো আরো এগিয়ে,,
এসেছি ফিরে যাবার জন্য নয়।
,
উত্তপ্ত বাতায়নে শুনেছি বিষাদের আর্তনাদ
নিঃশংস নির্মমতা আমাকে হজম করতে অক্ষম,
আমি দেখব-আমি দেখব মমতাহীনদের বুক চিরে_
কোথায় তোরা?
রুখে দেখ কত ভয়ংকর এই জয় যাত্রা।
রক্ত খেলা অনেক দেখেছি
নাম দিয়েছিস রঙিন আলোর মিছিল,
মিছিল শেষে দেখেছি প্রিয়জন হারা স্বজনের আহাজারী,,
আমি আরো দেখেছি
বিধবা মায়ের বুক খালি হতে_
এখনো খোকার লাশ রাজ পথে।
,
এবার আমার পালা
অনেক দেখেছি রক্ত অশ্রু,
দেখেছি রনপ্রান্তরে নওজোয়ানের মোহড়া_
যুদ্ধ হয়ে যাক আবার
বন্ধ হবে-বন্ধ হবেই অনাচার।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।