নির্লজ্জ জাতী
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - নীতি কাব্য

গদ্য কবিতা
০৯/০৭/২০১৮
১১ঃ১৩ রাত্রি

বিশ্বমানবতা তুমি নাকি নিরপেক্ষ?
তবে কেনো এই প্রতিকূলতা ভুবন দ্বারে?
রক্তের বিবর্ণ গন্ধ আকাশে বাতাসে,
সহস্র কন্ঠে কান্নার প্রতিধ্বনি সুর কর্ণদ্বারে বাজে-
বিষাক্ত বাতাসের গাঁয়ে মিশে আছে অগ্নি ঝলসানো লাশের গন্ধ।
হয়তো শেয়াল কুকুরের খাবার হয়ে গেছে হাজারো মৃতদেহ"
এমন বিভৎস নির্মমতার করুন দৃশ্য চোখের কোনে জলের স্রোত আনে।
দাফন হয়নি অজস্র বেওয়ারিশ লাশ
ওরা আবার আক্রমন করবে,
আবার নিশ্চিহ্ন করার প্রত্যয়ে আঘাত হানবে নিশ্চুপ হয়ে থাকা খোদা ভিরুদের দুয়ারে,
আর কত রক্তে রঞ্জিত হবে "লা ইলাহা ইল্লাল্লাহ্"নিশান?
আর কত সম্ভ্রম হারা হবে হাজারো আফিয়া সিদ্দিকের মত বাক যোদ্ধারা?
আর কত জিহাদি ওদের ফাঁসির দড়ি গলায় পড়বে?
একা কি জয়ি হওয়া যায় নরপিশাচদের সাথে যুদ্ধ করে?
ছোট শিশুর দেওয়ালে পৃষ্টতার আত্ন চিৎকার বাতাসের সাথে প্রতিধ্বনিত হয় প্রতি মুহুর্তে।
ওরা মুসলিম মা কে সর্পতুল্য মনে করে।
কতটা নির্মমতা হলে বারুদের অগ্নিস্ফুলিঙ্গ দিয়ে ছিন্নভিন্ন করে দেয় জীবন্ত মানব দেহ?
নিরবে দর্শক হয়ে দেখে যাই অপলক
মুষ্ঠিবদ্ধ হয়ে হায়েনাদের প্রতিহত করার শক্তি আজ নিস্তেজ
নির্লজ্জতা আমাদের পঙ্গু করে রেখেছে
নিজের নিরাপত্তার কথা ভেবে পুরো জাতির পরাজয়।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০১-০৫-২০২০ ২২:৫১ মিঃ

আপনায় কৃতজ্ঞতা রাখি,আপনার মন্তব্যে বিশেষ শক্তি অনুভব করছি সত্য বাক্য রচনায়,ধন্যযোগ#সৈয়দা ইয়াসমীন

২৩-১২-২০১৯ ০৭:৩২ মিঃ

চোখে চশমা আর ল্যান্টন হাতে মানবতা খোঁজার দিন এসে গেছে।সত্যিই আমরা পঙ্গু।শুধু পঙ্গু না অন্ধ,বধির ও বটে।চমৎকার প্রকাশ !