আমি আর কবিত্ব
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
বাস্তবতার
ভীড়ে হারানো ক্যানভাস
খুঁজতে যেয়ে
ক্লান্ত হয় অবিরত অশান্ত মন ৷
সততার গালিচাতেও মরচে ধরেছে,
স্নিগ্ধতা এনে দিল মৃদু সমিরন ৷
অগোছালো জীবনের গন্তব্যহীনতা,
আর গতিময় জগতে স্থবিরতা,
চুপিসারে এঁকে দেয়া অপারগতা,
সবই উড়িয়ে দিল পবন ৷
নীহারিকাকে আজ বড়ই প্রয়োজন ৷
নীহারিকা তুমি চলে যাওয়ার পর
থেকে
বায়ুমণ্ডলের আবরন
ভেঙ্গে প্রকৃতি নিরুপায় ৷
সবার মাঝেও একা থাকার অভ্যেসটা
আর অন্ধ অনুভূতি , শুধু কাঁদায় ৷
শুনেছিলাম তোমার কাছে,
জীবন নাকি খুবই সুন্দর!
কখনও বলে দাওনি ,
কিভাবে কষ্ট খেয়ে বাঁচে মানুষ
অষ্টপ্রহর ?
বিক্ষিপ্ত ভাবনার প্রলাপ
আর ভালোবাসার খনি ,
তোমার চলে যাওয়া একটুও
থামাতে পারেনি ৷
তাহলে কি দিয়ে ভরাবো নিঃসঙ্গতার
গিরিখাত?
ফেরাবো কিভাবে বলো স্বপ্নীল
প্রভাত?
ঘোর অমানিশার চোরাবালি,
বিবেকের চকচকে গালি,
এসব দিয়ে টইটম্বুর পড়ে থাকে
আমার জীবন ঝুলি ৷
তবে নীহারিকা শোনো,
কবিতা মরেনি এখনও ৷
অক্সিজেনের
স্রোতে ভাসিয়ে বাঁচিয়ে রাখে অস্তিত্ব,
তাই , যতই ক্ষত করুক একাকীত্ব,
করি না আর ভয়, এটাই সত্য,
আমার
চিরসাথী হয়ে পাশে থাকে কবিত্ব ৷
রচনাকাল: ০২-০৮-২০১৪ইং
সময়: সন্ধ্যা ০৬:০০টা
প্রকাশ: ফেইসবুক ওয়াল ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।