আমি লোভী নই
- এস আই তানভী

তোমার আগে যদি মৃত্যু হয় আমার-
পারবে তো বহন করতে আমার মৃত দেহ?
কেঁদে কেঁদে মাটির বুকে আছড়ে পড়ে
প্রলাপ বকবে না তো সেদিন- ওরে হতভাগা,
আমাকে ক্ষমা করে দিস!
তোমার কাছ থেকে ন্যায়বিচার পাই নি-
এই কথা ভেবে যদি দীর্ঘশ্বাস বেড়িয়ে আসে
আমার মৃত আত্মার কষ্ট বহুগুণে বেড়ে যাবে।।

আর আমার আগে যদি তুমিই চলে যাও-
কোন অভিযোগের দীর্ঘশ্বাসের ছোঁয়া
কখনো বাতাসও পাবে না,
জেনে রেখো; আমি লোভী নই।

তবে তোমাকে হারানোর ব্যথায় কাতর হয়ে
হয়তো পাথর হয়ে যেতে পারি
আর তোমার জন্য কিছু করতে পারি নি বলে
আফসোসে আমার হৃদয়াকাশ
ভারি হয়ে যাবে; সেদিন
তোমার মৃত আত্মাও বুঝবে-
আমি লোভী নই, ছিলামও না কখনো।
--------------------------
১৮/১২/১৮ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

১৮-১২-২০১৯ ১৭:৪৮ মিঃ

ছিলামও না কখনো