শূন্য হাতে শুভেচ্ছা
- এস আই তানভী
ফুলের তোড়া হাতে শত অতিথির মাঝে
শুধু একজন, আমি শূন্য হাতে।
ভাবছো, তোমার বিশেষ দিনে আমাকে নিয়ে
'ন্যূনতম শিষ্টাচার বোধটুকুও আমার নেই'।
যা খুশি ভাবতে পারো, এরই মাঝে
সবার থেকে আড়ালে দুটো কথা বলবো
কানে মুখে, শুনবে তো?
কয়েকটা ফুলের জন্য গিয়েছিলাম
ঘরের কোন থেকে দূরে, বহু দূর পর্যন্ত
শত শত গাছের দ্বারে দ্বারে,
ফুল ছিড়তে গিয়ে হাত বাড়াতেই শুনি-
ফুলেরা গাছকে বলে, 'মা, আমাদের বাঁচাও,'
গাছেরা আমাকে বলে, 'ভাই, তুমি
আমার সন্তানদের হত্যা করো না অসময়ে।'
ফিরে আসি শূন্য হাতে;
শহরের দোকানে যাই- ফুল কিনে নেবো এবার।
সেখানেও ফুলদের আহাজারি শুনতে পাই-
তাদের কষ্ট আরো বেশি; একটু পরেই
শুকিয়ে যাবে না হয় চুপসে যাবে।
হ্যাঁ, আমি শূন্য হাতেই এসেছি-
তোমাকে যেমন ভালোবাসি, ফুলদেরও
তেমনি ভালোবাসি বুঝতে পারার পর থেকে।
-------------------
২৮/১১/১৮ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।