তুই আছিস হৃদয় জালে
- এস আই তানভী

তুই ছিলি প্রথম বন্ধু, খুব কাছের
খুব বেশি আপনজন,
আজ তুই আমার থেকে অনেক দূরে
সাজিয়েছিস প্রাণের ভূবন।।

হটাৎ করে হারিয়ে গেলি আপন কথা ভেবে,
কেমন করে সুখ ধরলি আমায় একা রেখে?

ফুল ফলে ভরা সাজানো বাগান
অবহেলায় ফেলে গেলি!
আগাছায় ভরিয়ে দিয়ে মনে জমিন
বল, কি সুখ তুই পেলি?

ইচ্ছে করে ঘুমের ঘরে, জানালা দিয়ে ঢুকি
দারূণ ঘুমে মুখের উপর একটু নজর রাখি।।

ওরে যাক না কেটে একটু সময়
তোর বুকেতে মাথা রেখে
বুকের ভেতর কত সুখে কাঁপছে হৃদয়
আমি তখন নেবো মেপে।।

জানি না তুই আমার কথা- ভাবিস কি না ভুলে?
তোর কথা যে ভুলি নাই, আছিস হৃদয় জালে।।

যেমন থাকি ভালোই আছি
তুইও ভালো থাক,
কষ্ট রেখার মেঘমালা সব
আমার হয়ে যাক।।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২০-১২-২০১৯ ১১:১৮ মিঃ

তুই আছিস হৃদয় জালে