নিদয়ার কাছেই যত দয়া
- এস আই তানভী - শুক্রবারের কবিতা

ভেঙো যখন নদীর ঢেউয়ে; নদীর পাড়ের ঘর
নিদয়া যে বলে তোমায় সব মানুষের অন্তর,
ঝড় তুফানে ওড়াও যখন কারো ঘরের চালা-
দুঃখ পেয়ে বলে, এসব তোমার নিষ্ঠুর খেলা..,
কারো ঘরে লাগলেও আগুন; তোমাকেই দেয় দোষ–
ভাবি আমি একা একা; তবে মানুষ কি সর্বদাই নির্দোষ?

করলে ভালো; সবাই খুশি, মন্দ-তে হয় বেজার
ভালো মন্দ মিলেই যে সাজানো জগত সংসার,
মানুষ কভু ভাবে না যে তোমার দয়ার কথা-
তাইতো শুধু তোমার তরে ছুড়ে সকল ব্যথা।
ভাবে না যে মনটা আমার; কতটা করছি নাফরমানী–
করলে হিসেব; পড়বে ধরা- তোমার হুকুম ক'টা মানি!
তবুও তুমি রেখেছো বাঁচিয়ে; আলো-বাতাস- জল দিয়ে,
পেটের ভিতর পড়লে টান বসে পড়ি থালাভরা খাবার নিয়ে–
এ যে তোমার ভীষণ দয়া; ভুলে থাকি সকলে,
একটু বিপদ দিলে তবে 'নিদয়া' যাই যে বলে,
মালিকে জাহান, দয়াময়, ন্যায়বিচারকারী; জানোতো তুমি–
ভুল করা মানুষেরই স্বভাব, ভুলে করেছে ভারী
পৃথিবীর ভূমি।

দয়া করে যেমন রেখেছো বাঁচিয়ে, তেমনি দয়ায় করিও ক্ষমা,
রাখিও গোপন; বিচার দিনে মোর পাপের যতশত কালিমা।।
--------------------
২০/১২/১৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২০-১২-২০১৯ ২২:১১ মিঃ

তার দয়া ছাড়া বেঁচে থাকা অসম্ভব