তবে তুমিই নাস্তিক
- মন্ডল মোঃসুমন আহমেদ জয় - প্রতিবাদ ২৫-০৪-২০২৪

যদি ধর্মে তোমার বিশ্বাস না রয়
তবে তুমিই নাস্তিক,
যদি পর্দা নিয়ে কুটুক্তি করো -
তবে তুমিই নাস্তিক।
যদি মন গড়া ফতোয়া দাও
তবে তুমিই নাস্তিক,
যদি কোরআন হাদিস অবজ্ঞা করো -
তবে তুমিই নাস্তিক।
যদি আলেম দের বিরুদ্ধে বলো
তবে তুমিই নাস্তিক,
যদি ইসলামের বিপরিতে চলো-
তবে তুমিই নাস্তিক।
যদি সংবিধান থেকে ইসলাম প্রত্যাহার করো
তবে তুমিই নাস্তিক,
যদি ইহুদি নাসারাদের পক্ষে বলো -
তবে তুমিই নাস্তিক।
যদি বেহায়াপনাকে সমর্থন করো
তবে তুমিই নাস্তিক,
যদি ধর্ম নিয়ে উচ্চবাচ্য করো -
তবে তুমিই নাস্তিক।
২০/১২/২০১৯
১১ঃ৫৮ রাত্রি

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।

Dojieb
০২-০৫-২০২০ ২০:২২ মিঃ

আর আপনি কি নাস্তিক কাকে বলে জানেন? যে স্রষ্টা আছে বলে বিশ্বাস করেনা সে নাস্তিক, আর এটা কোনো গালিও না। অনেক ধর্মই নাস্তিকবাদী, যেমন বৌদ্ধ ধর্মের একটা অংশ। আপনি এখানে যেভাবে নাস্তিকের সংজ্ঞায়ন করেছেন তাতে আপনার সাথে কারো মতের মিল না হলেই সে নাস্তিক৷ আপনার সংজ্ঞা মেনে নিলে, অনেক খাঁটি মুসলমানও নাস্তিক হিসেবে গালি খাচ্ছে আপনার কাছে৷ এইধরনের চিন্তাকে উগ্রবাদ বলে, অনেকক্ষেত্রে মৌলবাদ বলে। আপনি আর যাই ছড়াচ্ছেন না কেন এখানে, অন্তত সম্প্রীতি ছড়াচ্ছেন না ভাই। আপনাকে আর কিছুই বলার নেই। সুস্থ থাকবেন, ভালো থাকবেন।

Sjoy
০২-০৫-২০২০ ২০:১২ মিঃ

আপনি কি তাই মনে করেন?উগ্রবাদী কাকে বলে জানেন?যারা ধর্মের দোহাই দিয়ে সাম্প্রদায়িক দাঙ্গা লাগায় তারাই উগ্রবাদী

Dojieb
০২-০৫-২০২০ ১৩:৫৯ মিঃ

আর আপনি কি? উগ্রবাদী?