ধার্মিক পিতার প্রতি (খোলা চিঠি)
- এস আই তানভী
হে পিতা, জন্মদাতা- এ লজ্জা কার?
আহ! সাদা পাঞ্জাবি-পায়জামা, ঘাড় ঘুরে
বুকের দু'পাশে সাদা তোয়ালে, দাড়িতে
মেহেদীর রং, মাথাতেও সাদা টুপি, হাতে-
আঙ্গুলের ফাঁকে ঘুরে তসবিহ,
এসেছো মক্কা- মদিনা ঘুরে, ঘুমে জাগরণে
জপে যাও স্রষ্টার পবিত্র নাম দিবারাত্রি।
দিয়ে থাকো সদুপদেশ সবার তরে; শোনাও
জীবনের পবিত্র কাহিনী- পবিত্র গ্রন্থ এবং নানান অভিজ্ঞতা থেকে, মনেপ্রাণে করে যাও
জীবনসায়াহ্নে ধর্মকর্ম; অথচ তোমার ঔরসজাত!
সন্তানেরাই মানে না ধর্মের পবিত্র বাণী।
হে পিতা, তুমি চলো ধর্মের রথে আর তারা?
তোমারই সাথে, তোমারই খ্যাতি পুঁজি করে,
গায়ে মেখে চলে নিজেদের সৃজনশীল মতে,
পারলে ধর্মেরও বারোটা বাজিয়ে নিজেদের
সাজিয়ে নেয় সৃজনশীলতায়। বলো-
হে পিতা, বলো- তুমি ধার্মিক পিতা হয়ে
জীবনে কি সার্থকতা পেলে?
আর তাদের কানে ধর্মের কথা
কেউ যদি ভুল করেই বলে ফেলে; তো
হতে হয় উপহাসের পাত্র, হায় পিতা!
বলো- এ লজ্জার দায় কার?
------------------
১৪/১২/১৮ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।