যেতেই হবে ফিরে
- এস আই তানভী

তোমরা যা খুশি ভাবতে পারো-
যেহেতু, আমি একজন মানুষ- কোন অরণ্য
কিংবা কোন পশুর গর্ভ থেকে আসি নি।
আর প্রত্যেক মানুষ যখন মানুষের মাঝে
জন্ম নেয়; ভুলে গেলে চলবে না
ধর্মীয় বেষ্টনির বাইরে তার জন্ম নয়।।

জন্মের সাথে সাথে কারো কানে
ফুঁকে দেওয়া হয় আজানের ধ্বনি, কারো কানে
দেওয়া হয় উলুধ্বনি--- যে ধর্মে যার জন্ম;
সেই ধর্মের বাণী প্রথম শোনে সে।
অথচ মানুষ ধর্মকে অস্বীকার করে!
অস্বীকার না করলেও মানে না স্রষ্টার কথা।

অন্তত ফরজ নতুবা যা না মানলেই নয়
তা'ও না মানার সাহস তুমি কোথায় পাও!?
কোন দুঃসাহসিকতায় মনে করতে চাও না-
এক বিচার দিবস সবার জন্য অপেক্ষা করছে,
সেদিন স্রষ্টার মুখোমুখি হতেই হবে,
জবাবদিহি করতে হবে এই ক্ষনস্থায়ী জীবনের
সকল কর্মকান্ডের- যা ছিলো মহা স্রষ্টার
আদেশ নিষেধের বাহিরে কিংবা ভিতরে।।

হে মানুষ, যেখান থেকে এসেছো-
আবার সেখানেই পাড়ি জমাতেই হবে; এখানে
বলো কিসের এতো বাহাদুরি, ছলচাতুরি?
--------------------
১৪/১২/১৮ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২১-১২-২০১৯ ০৭:৪৩ মিঃ

এখানে কেউ থাকব না