একজন ওয়াজেদ আলী
- এস আই তানভী

ওরে; এ যে তেমন কিছু না, ছোট্ট একটা ঘা
এমনি এমনি সেরে যাবে আছে অভিজ্ঞতা,
দু'দিন গেল, চার দিন গেল তবু যে সারল না!
মুখে ছুটল এবার আয়ুর্বেদিক-হোমিও বন্দনা।

সেরে যায়; আবার বাড়ে, এমনি কাটে বছর-
কি করবে ওয়াজেদ আলী; ব্যথায় এখন কাতর;
অবশেষে আসে যখন ঠাকুরগাঁও সদর হাসপাতালে–
ডাক্তার জানান; দিতে হবে হাঁটুর নিচটা কেটে ফেলে;
ওয়াজেদ আলী বসে পড়ে; দুঃখে করে হায় হায়,
ছোট্টো একটা ঘা ছিল পায়ের আঙ্গুলেরই মাথায়।
ডাক্তার বলেন, সময় মতো আসতেন যদি;
আজ আপনার হতো না এমন বড় ক্ষতি–
এসব বললেন আমায় তিনি ভীষণ দুঃখের সাথে,
হাতাশার কালো ছাপ টগবগ করে চোখে মুখে।

হাসাপাতালের একটু দূরেই ওয়াজেদ আলীর ঘর,
শহরের পূর্ব পাশে; গ্রামের নাম শান্তি নগর,
'ছোট ঘা' এই ভেবে, অনিহা ছিল চিকিৎসায়–
এক পা হারিয়ে এখন হাসপাতালের বিছানায়,
ভীষণ দুঃখে কাতর মুখে বিমর্ষ ওয়াজেদ আলী
ভুলের মাশুল দিতে রোজ হচ্ছেন ফালিফালি।।

পরিশেষে বিদায় বেলা বললেন ডেকে আমায়-
'ওরে বাপু, যে কোন রোগের চিকিৎসায়
কেউ যেন না করে অবহেলা শুরুর বেলায়
বলে দিও বাপু তুমি; এই কথা সর্বজনায়....
তা না হলে আমার মতো হবে তাদের দশা;
আয়ু থাকতেও হারাতে হবে নিজের উপর ভালবাসা।'
------------------------
১৮/১২/১৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২১-১২-২০১৯ ১৩:০৬ মিঃ

কোন রোগ ছোটন নয়