মমতার কাঙাল হয়ে
- এস আই তানভী

তুমি নেই বলেই-
আমি কবিতায় লিখি তোমার কথা,
তুমি নেই বলেই
মনের কথাগুলো, ব্যথাগুলো কলমের
নিব দিয়ে ঝরে বেলা অবেলায়।
তুমি নেই বলেই
আমার এতো কিছুর মাঝেও
বিশাল শূন্যতা।

জানো? তুমি নেই বলেই
অভিনয়টা রপ্ত করতে পেরেছি ভালো।
তুমি নেই বলেই
আমি সবার চোখে ধুলো দিয়ে
বেদনার সাগরে ভাসি হেসে হেসে,
আর দৃষ্টির সীমারেখার মাঝে, হাতড়িয়ে,
অনুভবে, মমতার কাঙাল হয়ে
মাগো, আজও যে তোমাকেই খুঁজে বেড়াই।

আমাকে যে কেউ খুঁজে না,
ঠিক তোমার মতো
ডাকে না দরদভরা কণ্ঠে-
আয়, কাছে এসে বস্, কি করলি,
কোথায় ছিলি রে সারাটা দিন?
---------------------
০৬/০৪/১৮ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২২-১২-২০১৯ ০৮:৫৩ মিঃ

আমাকে যে কেউ খুঁজে না