আস্থার সাথে বিশ্বাসী
- এস আই তানভী

ছি! তোকে দেখে খুব লজ্জা হয় আজ,
আরে সেদিন তো কাঁদিস নি এভাবে
নিরবে, দীর্ঘশ্বাসও ফেলিস নি।

কী ভীষণ বৃষ্টি ছিলো, মেঘেদের গর্জনও ছিলো
তুমুলভাবে- সারাদিন ভিজে ট্যাম্পু গাড়ির
পিছনে দাঁড়িয়ে যাত্রী উঠা নামার কাজ করে
দেড় কেজি চাল, আধা কেজি আলু আর
দু-তিন টাকার করে মরিচ, পেঁয়াজ কিনে
হাঁটুজল মাড়িয়ে রাত দশটায় ঘরে ফেরার পথে
গর্তে পা পিছলে পড়ে গেলি, সবকিছুই
পড়ে গেলো- খালি হাতেই ফিরলি ঘরে!
কই, সেদিনতো কাঁদিস নি। মাকে বলেছিলে-
"মহাজন আজ টাকা দেয় নি।"

পরদিন ঠিকই আবার কাজে গিয়েছিলি---।

আজ কেন তবে একটুতে ভেঙ্গে পড়িস?
ছি! আজ কেন নিরবে কাঁদিস?
একদিন তোকে দেখে অনুপ্রাণিত হতাম
আর আজ! লজ্জিত হই বারবার।

ওরে হতভাগা ঘুরে দাঁড়া, আমার
বিশ্বাস এবং আস্থাও আছে
তোর উপর- তুই পারবি,
তোর পারারই কথা।
--------------------
২২/১২/১৮ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 4টি মন্তব্য এসেছে।

২৪-১২-২০১৯ ২০:৩৫ মিঃ

উত্তম দৃষ্টি আর ভাবনা,, কবির প্রতি রইলো ভালোবাসা

২৪-১২-২০১৯ ১৪:০২ মিঃ

নির্মম বাস্তবতার প্রকাশ।
অনেক ভালো।

২৪-১২-২০১৯ ১৩:৩৭ মিঃ

সৃজনশীল সৃষ্টি। ভালো লাগলো অনেক।

২৪-১২-২০১৯ ০৭:১৫ মিঃ

তুই পারবি,
তোর পারারই কথা