ডাহুকের মতো
- এস আই তানভী
অনেক কথা ছিল; এখনো রয়ে গেছে,
হয় নি বলা কিছুই; হয় না বলা,
মিলে না সুযোগ, অফুরন্ত সময়ের পৃথিবীতে–
হাঁসেরা যেমন খেলা করে বাঁকা নদীর জলে।
পাখিরা নীড়ে ফেরে, ক্লান্ত হয়
শঙখ চিলের দল সূর্য ডোবার আগে,
হরিণীরা লুকিয়ে পড়ে অরণ্যের মাঝে
দূরের গ্যালাক্সি থেকে খসে পড়ে
কোন কোন তারা, নিয়মের গোলকধাঁধায়
ঘটে সূর্যগ্রহণ–চন্দ্রগ্রহণ;
কত কিছু হয় লেনাদেনা, চেনাজানা–
আমার সময় মিলে না- সুযোগ আসে না,
দেখা হয় না; তার সাথে– যাকে দেখার ইচ্ছে
পুষে রাখি– লালন করি হৃদয়ের করিডোরে।
না জানি তার কত সুন্দর দুটি আঁখি!
কতগুলো গ্যালাক্সি খেলা করে তার চোখের তারায়!
চোখের ভ্রু–দুটিতে কত সৌন্দর্য লুকিয়ে আছে!
নাকের উপরে ঘামের শিশির জমা হলে
কত যে মুক্তো মণি জ্বলে!
চুলের রঙ দেখে মেঘেরা কেমন করে
লুকিয়ে পড়ে শুভ্র মেঘের আড়ালে– দেখার
স্বাধ হয় না পূরণ– আফসোসে ডাহুকের মতো
আর্তচিৎকারে ফাঁটে হৃদয়ের কাঁচা জমিন।
নিজেকে সান্ত্বনা দেই নিজে– সব ইচ্ছে;
সব স্বাধ পূরণ হতে নেই, থাক না কিছু বাকী!
অনুভূতিতে আল্পনার ক্যানভাসে রঙ মাখাই...।
---------------------
২৪/১২/১৯ইং
উৎসর্গঃ বিথী ভাবী ( জন্মদিনের উপহার)
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
২৫-১২-২০১৯ ১৮:১৮ মিঃ
নিজেকে সান্ত্বনা দেই নিজে– সব ইচ্ছে;
সব স্বাধ পূরণ হতে নেই, থাক না কিছু বাকী!
অনুভূতিতে আল্পনার ক্যানভাসে রঙ মাখাই...।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।