নিঃশ্বাস করলে বিশ্বাসঘাতকতা
- এস আই তানভী - শুক্রবারের কবিতা

কেন খুব বড় হতে চাস মন!?
এ জীবন শুধু ক্ষনিকের আয়োজন–
সন্ধ্যা পেলে সকাল পাবে কি না; কিংবা
সকাল পেলে সন্ধ্যা পাবে কি না;
ক্লান্ত দেহে ঘুমিয়ে পড়লে– আর
জেগে উঠবে কি না; কেউ বলতে পারবে না।

খুব বড় হতে চাস না মন;
এই ক্ষনিকের জীবন–
নিঃশ্বাস করলে বিশ্বাসঘাতকতা কিছুই আর
থাকবে না করার; তার চেয়ে বরং-
ফুল-পাখি-নদী-প্রজাপতি আর ঝর্ণার মতো
ছোট ছোট স্বপ্নে থাক না সুখে, থাক না বেঁচে,
সুস্থতায় জীবনায়ু ফুরিয়ে দিতে
করে যাই ছোট ছোট যত আয়োজন।

অল্পতে থাকলে তুষ্ট; থাকবে না দাম্ভিকতা,
জোনাকির মতো খেলা করে-
খেয়ে ফেলা যাবে শতসহস্র তিমির রাত.....।

স্তব্ধ হয়ে গেলে শ্বাসপ্রশ্বাস!
যত সুখ-দুঃখ, হাসি-কান্না, হিসেব-নিকেশ
থেকে যাবে অসমাপ্ত; আর সব কিছুই
থাকবে চঞ্চল– শুধু তোমার সব আয়োজন
হয়ে যাবে স্থীর, তবুও কি ছুটবে তুমি মন
প্রয়োজনের চেয়ে আরো বেশি বড় হতে?
--------------------
২৭/১২/১৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

২৭-১২-২০১৯ ২০:২৩ মিঃ

অল্পতে থাকলে তুষ্ট; থাকবে না দাম্ভিকতা,
জোনাকির মতো খেলা করে-
খেয়ে ফেলা যাবে শতসহস্র তিমির রাত.....।