পঞ্চগড়-২, নির্বাচনী হাওয়া
- এস আই তানভী

নির্বাচনের সময় সর্বত্র দেখি
লোকগুলো সব দলে দলে,
ভাগ হয়ে যায় নানারকম
স্লোগানের ঐ তলে তলে।।

জোরেসোরে হাওয়ায় চলে
'নৌকা' আর 'ধানের শীষ',
এরই মাঝে থেকে থেকে
'লাঙ্গল'রও উঠে শিস।

এরপর শুনি 'হুক্কা' নামে
নতুন মার্কার স্লোগান
যত্রতত্র জনসভায় আবার
'হাতপাখা'র কলতান।

তবে এবার 'কাস্তে' মার্কার
স্লোগান শুনি নাই,
তারা কি সব দেশ ছেড়ে
চলে গেলো ভাই!?

পঞ্চগড়-২ আসনে মুখে মুখে
ঐ পাঁচটা মার্কা দুলছে
কিছু জনগণ নিরব থেকে
শুধু ভোটের হিসেব করছে।
--------------------------
২৭/১২/১৮ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৮-১২-২০১৯ ১৫:০৬ মিঃ

অনিন্দ্য সুন্দর কথামালা ও চমৎকার উপস্থাপন।

২৮-১২-২০১৯ ০৭:১৫ মিঃ

কিছু জনগণ নিরব থেকে
শুধু ভোটের হিসেব করছে।