অশ্রুধারায় প্রশ্ন রাখলাম
- এস আই তানভী

দৃষ্টির সামনে আসো নি কখনো
জানি না, চিনিও না তোমায়,
কোথায় থাকো, কি বা করো
বসবাস কোন যে ঠিকানায়?

কেমন করে হলো পরিচয়?-
ভাবছি, আসছে না মনে।
এ কোন দরদে বাঁধলে আমায়!
ভাবি দিবানিশি আনমনে।

বিরহে কিংবা জীবনের বৈরী স্রোতে
নিরব রাত্রির স্নিগ্ধ বুকে, নিস্তব্ধতাতে
একা একা যখন দেখি আকাশের দিকে-
খসে পড়ে কোন তারা আকাশ থেকে,
জীবনের হিসেব কষে যেতে যেতে
বুক ভিজে যায় চোখের শ্রাবণ ধারাতে-
বিশ্বাস করো- তখন, যেনো শুনতে পাই
"বলছো, 'ছোটোন, আমি তো আছি রে ভাই।'"

সেই থেকে আবার নতুন করে
দেখে যাই বেঁচে থাকার স্বপ্ন,
কবিতার ছন্দে, জীবনানন্দে
ভুলে থাকি স্মৃতির বিধুরা লগ্ন।।

কথা দাও- 'তুমি থাকবে কি-
বোন হয়ে, মা হয়ে, বন্ধু হয়ে?'
যাতনায় পোড়া কালো হৃদয়টা-
'রাখবে কি মমতায় জড়িয়ে??
--------------------
২৯/১২/১৭ইং
সময়-- ২৩.৫৯.৫৯
উৎসর্গঃ Alpona Opu বুজান। শুভ বিবাহবার্ষিকী (১৮তম)-তে উপহার; আমিতো এর থেকে বেশি কিছু দিতে পারি না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

৩০-১২-২০১৯ ০৮:৩৭ মিঃ

কথা দাও- 'তুমি থাকবে কি-
বোন হয়ে, মা হয়ে, বন্ধু হয়ে?'
যাতনায় পোড়া কালো হৃদয়টা-
'রাখবে কি মমতায় জড়িয়ে??