মাফ করিয়া দে
- রফিকুল ইসলাম রফিক

বন্ধুরে
তোদের সাথে আমার বুঝি হইলো না আর থাকা
থাইমা গেছে আমার ঘরের নেট কুমারীর চাকা
জানি না কোন সিঁধেল চোর ঢুকলো আমার ঘরে
উজাড় কইরা নিলো আমায় সর্বহারা করে।
ঈদের ছুটি শেষ হইলে ঠিক হইবো নাকি
আসলে সব ভুয়ারে ভাই আসলে সব ফাঁকি।
এখন দেখি আরো খারাপ নেইরে মোটেই গতি
হইলে এমন ক্যামনে আমি ঠিক রাখিবো মতি।
বন্ধুরে
তাইতো আমার তোদের সাথে নাইরে যোগাযোগ
বোধ হয় আমার তোদের সাথে হইলোরে বিয়োগ
মাফ করিয়া দে
আমার মতো আমিরে ভাই একলা থাকি রে।

০৪/০৮/২০১৪


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।