উন্মাদ অবকাঠামোগত প্রতিজ্ঞা
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

নিঝুম রাতে আজ নিদ্রাহীনতা ,
স্বপ্নবিলাসী প্রেমে এখন নীরবতা ৷
নিষ্ঠুরতার বারুদে জর্জরিত অনুভূতিরা
হয়ে যায় দিশেহারা আবেগ স্রোত,
নিঃস্বঙ্গ প্রনয়ের অভিব্যক্তি ছাড়া
জীবনের পরিধিতে নতুন অনুরোধ ৷
অভিমানী ভাষায় ধ্বংস বাসনা ৷
অভিলাষী হৃদয়ে দুনির্বার যন্ত্রনা ৷
পাগলামীর সীমানা ছাড়িয়েছি,
তুমি তবুও..........
অসমাপ্ত আয়োজন ৷
সময়ের ব্যবধানে অপ্রত্যাশিত
নির্বাসিত প্রার্থনার আর্তচিৎকার
শুনতে চাইনা ৷
তবুও বেজে ওঠে আবার ,
হৃদয়ের স্পন্দনে সেই পরিচিত সুর ৷
তোমার প্রতিক্ষার প্রতিদানে
আলেয়ার মহাজাগতিক আকর্ষন,
অবহেলিত চিত্ত্বের অবদানে
একটি অবুঝ চাওয়ার আস্ফালন ৷
বিনিময় চাওনা তুমি,
চাও শুধু.............. ?
অধরা তোমার চারিত্রিক সনদ ৷
অস্পৃশ্যতা দীর্ঘায়িত কর
কেন অকারন ?
চলে যাও নিরবধী দূরত্বের পথে ..........
আমাকে তোমার কদাচিৎ প্রয়োজন ৷
অথচ অবিরাম আনাগোনা কোন
স্বার্থে ?
বলেনা কিছু,
শুধু বারংবার ছোটে পিছু ৷
ধূমকেতুর সদৃশ্য হয়েছে ৷
তবে কেন জানিনা ?
কেন বুঝিনা ?
হয়তোবা বুঝতেই চাইনা ৷
তোমাকে যতবারই পাই
কাছে কিংবা দূরে
কোথাও জিততে পারিনা ৷
মহাপ্রলয়ের অবসান অনিবার্য,
পরন্তু, এ যে সীমাহীন স্বীকার্য ৷
তস্কর হতে পারো না
আবার ভুলতেও পারো না ৷
তবে কেন ?
কেন ?
কেন?
কেন ?
এমন হয়না,
যেমনটি হৃদয়টা চায় !
রয়েছি আমি ............
তুমিতো জানোই,
কিসের আশায় ?
তবে কি পূর্ণতা দেবে না আমায় ?
জীবন্ত দেহের ভিতরে
মৃত আত্মা কি বলো মানায় ?
রচনাকাল: ২৬-০৮-২০০৮ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।