নীহারিকাকে খোঁজার কারন
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)
সেই আদিম যুগের পরে,
বিচ্ছিন্ন কিছু প্রলয়ঙ্কারী ঝড়ে ,
ছিন্ন ভিন্ন অরন্যের সজীবতা ৷
খুঁজছি শতাব্দী ধরে,
আত্মার আর্তচিৎকারে,
নীহারিকা তোমার বিশালতা ৷
অনেকে আমায় প্রশ্ন করে,
কেন অবুঝ হৃদয় জুড়ে,
তোমাকে পাওয়ার ব্যাকুলতা?
তোমাকে খোঁজার কোন কারনটি বলবো?
কয়েক কোটি কারন আছে ৷
বিপন্ন মানবতা ৷
সবুজ বাড়ির প্রতিক্রিয়ায়,
প্রকৃতিও আজ মৃতপ্রায় ৷
উন্নতি ঘটেছে সভ্যতায়,
অথচ মনুষত্বের বীজ হারিয়ে অসহায়,
বিপন্ন মানবতা ৷
এরকম আরও আছে,
শুনবে?
যাদু বা মহাজাগতিক কিছু শক্তি দিয়ে
ফেরাতে পারবে ?
ধরনীর পুরোনো ক্যানভাস ৷
যেখানে ছিলনা সিএফসি ,
আর কার্বন ডাই অক্সাইডের বিষাক্ত নিশ্বাস ৷
যেখানে ছিলনা প্রযুক্তি,
অথচ ছিল মানবতার অদৃশ্য বিশ্বাস ৷
জানি ফেরাতে পারবে না ৷
কেউ পারবেনা ৷
তাই তো তোমাকে খুঁজি,
মহাবিশ্বে রোজই ৷
আন্তঃনক্ষত্রীয় মেঘ হয়ে তুমি,
ভাসছো অনন্তকাল অবধি ৷
পৃথীবিটা ছাড়বো আমি,
পাশেতে রাখো যদি ৷
প্রলাপের আবরনে ছদ্মবেশী কল্পনা ৷
তুমি প্রত্যাশার বারুদ , শুধু স্বপ্ন না ৷
কলমের কালি হয়তো ফুরিয়ে যাবে,
তবুও সবকিছু বলা হবে না ৷
নদীর কলতান,
জোৎস্নার স্লোগান,
গোধুলীর আবীর মাখানো সম্মান ৷
কিছু ভালো লাগেনা ৷
যেখানে মানুষের স্বকীয়তা বিলীন,
যেখানে শোধ হয়না প্রকৃতির ঋণ,
যেখানে টাকা সর্বত্র রাজত্ব করে নিশিদিন ৷
সেখানে আর কিছু ভালো লাগেনা ৷
তাই নীহারিকা নিয়ে যাও আমায়,
এভাবে বাঁচা যায় না ৷
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।