প্রশাসনের সদিচ্ছা চাই সর্বত্র
- এস আই তানভী ১৯-০৪-২০২৪

.
তাহলে কি আমরা ধরে নিতে পারি;
মিছিল-মিটিং কিংবা হাজার জনের সমাবেশ,
ছাত্র-জনতা নিয়ে রাজপথে
সমবেত হতে না পারলে–
এদেশে প্রশাসনের ঘুম ভাঙবে না!

কতশত ধর্ষণের মতো কীট-জঘন্য ঘটনা
রোজ রোজ ঘটে, কতশত মামলা হয়,
কতজনের চোখের জল শুকিয়ে যায়-
সান্ত্বনার মধুর কিংবা কর্কশ বাণী বিলিয়ে
ঘুমিয়ে থাকে প্রশাসন যুগের পর যুগ; আর
বিচারের বাণীও হাসে না, মলিন মুখ।

অথচ; ঢাবি'র ছাত্রছাত্রীরা–
কোন এক সহপাঠিনী ধর্ষণের শিকার হওয়ায়
প্রতিবাদে হয়েছে একাত্ম,
পথে নেমেছে বলেই–
কত শীঘ্রই ধরা পড়লো ধর্ষক!
প্রশাসনের ভাষ্যমতে যে কিনা
'সিরিয়াল অবলিগ ('/') ধারাবাহিক ধর্ষকও বটে।

প্রশাসন জেগে উঠেছে জরুরী, তাই তো–
টিভির পর্দায় কিংবা ফেসবুকের ওয়ালে ওয়ালে
ধর্ষকের চেহারা দেখে দেশবাসী খুশি,
আমিও খুশি– কঠিন শাস্তি চাই.......।
যদিও অনেকে বলছে– 'আই ওয়াশ',
কারো কারো মতে– নিজেকে সামলাতেই নাকি
অপারগ সে; সে ধর্ষক হয় কিভাবে?
ছাত্রছাত্রীদের আন্দোলনে বরফ ঢালতে
কোন চালাকির চাল চলছে না তো?
আরো অনেক অনেক প্রশ্ন
প্রশ্নের পিছনেও প্রশ্নের জন্ম–।

থাকনা সব প্রশ্ন- শুন্যে ভেসে,
প্রশসন যদি জেগে থাকে সর্বদা কিংবা
সময়মতো দৌড় দিলে, সবার জন্য সমান
দৃষ্টিপাত করে থাকলে– দীর্ঘদিন স্বাধীনতার
স্বাদ নিয়ে কোন অপরাধী টিকে থাকতে
পারে না; একমাত্র প্রশাসনের সদিচ্ছা
ক্লান্ত না হলেই- অপরাধ নির্মূল হতে বাধ্য।

আজ 'ভুল' জন ধরা পড়লেও আগামীকাল
'প্রকৃত' জন-ই ধরা পড়বে ইনশাআল্লাহ।
------------------
০৮/০১/২০২০ সিসিসি (কমন সিভিল ক্যালেন্ডার)

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

Tanvi
০৯-০১-২০২০ ২১:১৮ মিঃ

থাকনা সব প্রশ্ন- শুন্যে ভেসে,
প্রশসন যদি জেগে থাকে সর্বদা কিংবা
সময়মতো দৌড় দিলে, সবার জন্য সমান
দৃষ্টিপাত করে থাকলে– দীর্ঘদিন স্বাধীনতার
স্বাদ নিয়ে কোন অপরাধী টিকে থাকতে
পারে না; একমাত্র প্রশাসনের সদিচ্ছা
ক্লান্ত না হলেই- অপরাধ নির্মূল হতে বাধ্য।