উপহার
- এস আই তানভী ২০-০৪-২০২৪

.
যখন আমার চারিদিকে শূন্যতার খেলা
হৃদয়ে হাহাকারের ঢেউ দিয়ে চলে দোলা,
এতো আলো! তবু চারিদিকে অমানিশা দেখি;
হৃদয়াঙ্গনে হাজার পরিচিত কুৎসিত পাখি,
আনন্দে ধারালো ঠোঁট দিয়ে আঘাত করে,
আমার চক্ষু হতে নিরবে জ্বলন্ত জল পড়ে,
অবিরত বর্ষণের মতো, সবাই খোটা দেয়-
আমি বেকার, এ পৃথিবী আমাকে না চায়।।

যাদেরকে ভালোবাসি, বিলিয়ে দেই আদর,
তারা শুধু ছলনাতে ভরিয়ে দেয় অন্তর।
আর প্রেমের চাদর যেখানেই বিছাই;
দেখি, কোন প্রান্তেই ঠাঁই নাই।।
আমাকে কেউ বুঝে না, খুঁজে না
তাই, আশা-প্রত্যাশা স্বপ্ন-পথ খুঁজে পায় না।

সব আশা যখন উড়ে গেছে নিরাশার
পাখি হয়ে, বেঁচে থাকার স্বপ্ন আমার
ক্ষয়ে যায়, অশ্রুতে ধুয়ে যায় প্রতিদিন,
কারো কাছে কিছু পাওয়ার প্রত্যাশা যখন–
ছেড়ে দিয়েছি একেবারেই এবং হৃদয়ে আমার
শুধুই শূন্যতা, তখনই পেলাম উপহার
তোমার ঠিকানা হতে-
এক জন্মদিনে। ভাবি নি এই স্বার্থপর পৃথিবীতে
আড়াল থেকে সঙ্গ দেয় কেউ চলার পথে!

সেই উপহার পেয়ে জন্মেছে মনে নতুন স্বপ্ন-আশা
যেনো দূর হয়ে গেছে জীবনের চলতি সব হতাশা।।
------------------
৩১/১২/০৭ইং

আজ সুমীর জন্মদিন।
আমার জন্মদিনে সুমীর দেওয়া ডায়েরিতে লিখা কবিতায় তাকে শুভেচ্ছা জানাই, শুভ জন্মদিন। অনেক অনেক বার বছর ঘুরে ফিরে আসুক এই দিন এবং সবসময় ভালো থাকুক, হাসিখুশি থাকুক– এই কামনা করি।

তার জন্য অনেক শুভ কামনা রইলো।
শুভ জন্মদিন--- Shahnaj Sumi.
বিঃদ্রঃ গতবছরের এই দিনে নিজের টাইমলাইন থেকে লেখাটি প্রকাশ করেছিলাম।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

Tanvi
২২-০১-২০২০ ১৪:১৪ মিঃ

বন্ধু ভালো থেকো

Tanvi
১৫-০১-২০২০ ১২:২৮ মিঃ

আজ সুমীর জন্মদিন।
আমার জন্মদিনে সুমীর দেওয়া ডায়েরিতে লিখা কবিতায় তাকে শুভেচ্ছা জানাই, শুভ জন্মদিন। অনেক অনেক বার বছর ঘুরে ফিরে আসুক এই দিন এবং সবসময় ভালো থাকুক, হাসিখুশি থাকুক– এই কামনা করি।

তার জন্য অনেক শুভ কামনা রইলো।
শুভ জন্মদিন--- Shahnaj Sumi.
বিঃদ্রঃ গতবছরের এই দিনে নিজের টাইমলাইন থেকে লেখাটি প্রকাশ করেছিলাম।