বয়স টা ছিল টাণ্ডা মৃত্যুর।
- ইকবাল হোসেন বাল্মীকি - ঝং ধরা ডায়েরীতে মিথ্যা গোলাপ। (অপ্রকাশিত কাব্য।)
তখন আমার শহরের উপর বমারু বিমান
শত্রু পক্ষের লেন্সে সবাই ধারাপড়ে গেছি।
আমারা পালাচ্ছি বিড়াল-ইঁদুর খেলার ইঁদুর পক্ষ
ঘাড়ের কাছে টাণ্ডা মৃত্যু যে কোনো সময় এল।
তখন কেউ যেন বলল-
উপরে দেখ,ঐ বিমানে বিমান বালা আছে
দেখ চকলেট বিলাচ্ছে কোনো গূলি নয়
কি রখম সাদা বাহু লাল নীল ডোরার ব্লাউজ
দেখ উপরে দেখ , তাঁর হাসি তাঁর চুল।
উপরের দিকে আকাশ আর রমণী
আশায় বুক বেধে চাইলাম দেখি কি হয়
একটা সীসার টুকরো চোখে পড়ে
বাম চোখে, দুনিয়া বদলানোর স্বপ্ন চোখে
রক্তে ভেসে যায় পাজামার গিট
উপরে তখন খিল খিল হাসি, গূলির শব্দ।
আমি পলাতক দের পিছনে পড়ে যাই
আহত দেহের ভর দ্বিগুণ হলে,পড়ে থাকি
হামাগুড়ি দেই, উপরে থাকাই যদি পাই
দেখতে আবারো বিমান বালার হাতের বালা
মেশিনগানের টিগারে নেইল পলিস আঙ্গুল।
প্রেমিকারা ভয়ঙ্কর সময়ে পৃথিবীতে আসে
যখন তোমার বয়সটা-ই পরাজয়ের
পিতার পকেট কাটার সয়ম প্রেমিকারা চায়
রাজরানী হতে, সপ্ত ডিঙ্গা বুঝাই হিরা।
মাথার উপর তখন বমারু বিমান করে
পরীক্ষা, মিছিল, ঘাড়ের কাছে টাণ্ডা মৃত্যু।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।