তুমি মানো, আমি মানি না
- রফিকুল ইসলাম রফিক
কারে বলে ভালোবাসা কারে বলে প্রেম
জীবনের পথে হেঁটে বুঝেছো কি তুমি
আমি বুঝি নাই। জানি না তোমার কাছে
ভালোবাসা কি
হয়তো বুঝেছো তুমি আমি বুঝিনি।
সবাই তোমারে চাও তুমি চাও কারে
যার কথা নিশিদিন ভাবো বারে বারে
সে কি তোমার মনের কোনো কথা জানে
আসলে কি মানে
কি হলে শান্ত হয় এই পোড়া মন
রৌদ্রদগ্ধ হয়ে জ্বলন্ত এ তামাটে হৃদয়
কিসের পরশে বল কিভাবে জুড়ায়?
কি দেবে উত্তর, তুমি জানো আমি জানি না।
পাওয়া না পাওয়ার মাপকাঠিতে আজ এই দুনিয়ায়
কেবল মেটাতে হয় সকলের দাবী
নিদারুণ বন্ধ থাকে প্রাপ্তির চাবি।
কি করে এমন হয় তুমি কি তা জানো?
আমি জানি না
তুমি মানলে মানতেও পারো আমি মানি না।
কেবল দেয়াতে সুখ পেতে নেই কিছু
এই যদি হয় প্রেম সুখের পীরিত
তুমি মানো,আমি মানি না।
২৯/০৭/২০১৪
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।