ক্ষমাপ্রার্থনা
- অরুণ কারফা

একদিন যারে ঠেলেছিলেম দূরে
আজ কাছে তারে চাই
অথচ তারে ফিরাবার মত
যাদুকাঠি হাতে নাই।

ভুল যা হয়েছিল স্বীকার করে
পত্র লিখলেও তারে
না পড়েই সে উড়িয়ে দেয় তা
কালবৈশাখীর ঝড়ে।

তারপর তার পরিণতি ভেবে
শিউরে উঠি ডরে
ঘাত প্রতিঘাতে জর্জরিত হয়
তা ঝঞ্ঝাতে আঁধারে।

এরপর হয়ত কাটলেও মেঘ
উঠলেও স্নিগ্ধ জ্যোৎস্না
সেই চিঠিটা পুরনো রূপ
কিছুতেই ফিরে পায়না।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।