বেঁচে আছি গাছপাগল মরি নাই
- রফিকুল ইসলাম রফিক

জীবন্ত প্রাণীরা নড়ে
সুখ পেলে হাসে, ব্যথা পেলে কাঁদে
প্রতিবাদে ঝাপিয়ে পড়ে এই তো নিয়ম।
প্রতিদিন লাশ দেখি মৃত্যুর মিছিল
অনাকাংখিত জীবন মরণ হায়েনার হিংস্র থাবায়
তবু আমি নিঃচুপ নড়ি চড়ি না
আমার চোখ দেখেও দেখে না
কান আজ হয়ে গ্যাছে বধীর, পা চলে না
আমি কি মানুষ, নাকি গাছ হয়ে গেলাম?
মনে হয় তাই, শুনছো কি ভাই
আমাকে তোমরা গাছপাগল বলতেই পারো
কারণ আমার ডালপালা কর্তিত হয় কিছু বলি না
আমার বক্ষ বিদীর্ণ হয় নিষ্ঠুর করাতে কিছু বলি না।
এতো কিছুর পরেও আমার মন নিরব রয় কথা বলে না
আমি কি তবে মরে গেছি?
নাকি বেঁচে আছি বুঝতে পারিনা
গাছপাগলের এ সব বোঝার কথাও তো নয়।
এই যদি হয় বেঁচে থাকা
তাহলে আমি বেঁচেই আছি গাছপাগল
প্রাণ আছে মন নাই
মরি নাই,আমি আজো মরি নাই।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।