উপবাসি শিশু
- মোঃ নাসির উদ্দীন - চেতনা কাব্য

রাস্তা দিয়ে যাবার পথে
শুনতে পেলাম কানে,
গুন গুনিয়ে কাঁন্না করে
বসে ঘরের কোনে।

আমি সেথা গিয়ে দেখলাম
অবুঝ ছেলে-মেয়ে,
জানতে গেলাম কাঁদো কেন
তোমরা নিরালয়ে।

বাবা মেরেছে মাও বকেছে
ভাত দেয়নি মুখে,
ক্ষুধার জ্বালয় মরি-মরি
যায় না দেখা চোখে।

আমি গিয়ে বললাম মাকে
ভাত আছে কি ঘরে,
পাশের বাড়ি অবুঝ শিশু
মরে অনাহারে।

খাবার নিয়ে দেওনা সুত
ঐ না শিশুর মুখে,
ওদের দোয়ায় প্রভু তোমায়
রাখবে চির সুখে।

মায়ের দেয়া খাবার নিয়ে
চললাম তারাতারি,
খাবার খেয়ে অবুঝ শিশু
ছুটলো তাদের বাড়ি।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

২৮-০১-২০২০ ১৩:৫০ মিঃ

মুগ্ধকর উপস্থাপন, ♥♥।

২৮-০১-২০২০ ০৭:৪০ মিঃ

বেশ ভালো লাগলো।