উপবাসি শিশু
- মোঃ নাসির উদ্দীন - চেতনা কাব্য ২৫-০৪-২০২৪

রাস্তা দিয়ে যাবার পথে
শুনতে পেলাম কানে,
গুন গুনিয়ে কাঁন্না করে
বসে ঘরের কোনে।

আমি সেথা গিয়ে দেখলাম
অবুঝ ছেলে-মেয়ে,
জানতে গেলাম কাঁদো কেন
তোমরা নিরালয়ে।

বাবা মেরেছে মাও বকেছে
ভাত দেয়নি মুখে,
ক্ষুধার জ্বালয় মরি-মরি
যায় না দেখা চোখে।

আমি গিয়ে বললাম মাকে
ভাত আছে কি ঘরে,
পাশের বাড়ি অবুঝ শিশু
মরে অনাহারে।

খাবার নিয়ে দেওনা সুত
ঐ না শিশুর মুখে,
ওদের দোয়ায় প্রভু তোমায়
রাখবে চির সুখে।

মায়ের দেয়া খাবার নিয়ে
চললাম তারাতারি,
খাবার খেয়ে অবুঝ শিশু
ছুটলো তাদের বাড়ি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

M2_mohi
২৮-০১-২০২০ ১৩:৫০ মিঃ

মুগ্ধকর উপস্থাপন, ♥♥।

borhan081975
২৮-০১-২০২০ ০৭:৪০ মিঃ

বেশ ভালো লাগলো।