মুজিব বর্ষ
- মোঃ নাসির উদ্দীন - চেতনা কাব্য
হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি তুমি
তোমার ভাষণে আজও কাঁপে বঙ্গ ভূমি।
তোমার ভাষণ আজও যদি কোথাও চলে,
দেহের লোম দাড়িয়ে বলে যুদ্ধে যাই চলে।
কোটি বক্ত আছে তোমার এই না বাঙালায়,
তাইতো তারা তোমায় নিয়ে বিবিধ সভা সাজায়।
৭২রে মুক্তি পেয়ে দেশে করলে অবতরণ,
স্মরণীয় করতে গণনা শুরু মুজিব বর্ষের ক্ষণ ।
৭৪রে জাতিসংঘে প্রথম বাংলায় ভাষণ দিলে,
তোমায় নিয়ে জন্মশতবার্ষিকীর আয়োজন এবার নিলে।
তোমায় নিয়ে নানান উৎসবের আমেজ ঘেরা,
অমর একুশে গ্রন্থমেলা ২০২১ বঙ্গবন্ধুকে উৎসর্গ করা।
১৭ মার্চ সূর্যোদয়ের ক্ষণ কত স্বপ্ন মনের মাঝে,
স্থাপনা, সড়কদ্বীপকে সাজানো রঙিন সাজে।
সারা পৃথিবীতে বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উদযাপিত হবে,
এ উদযাপনে তৃণমুল থেকে সবাই সম্পৃক্ত রবে।
২০২০-২১ সালকে মুজিব বর্ষ করেছে ঘোষণা,
এ কমিটির সভাপতি প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 3টি মন্তব্য এসেছে।
৩১-০১-২০২০ ১০:৪৯ মিঃ
তুমি একজন আলেম মানুষ। হাজার মানুষ মিথ্যা বললে মানায় কিন্তু তোমার মুখে শোভা পায় না।অপরের কবিতা পোস্ট করলে নিচে লিখতে হয় সংগ্রহীত। তোমার এখনও সময় আছে হয় সংগ্রহীত লিখ নতুবা বাদ দেও।পরে হয়তো তোমার সমস্যা হতে পারে।মিথ্যাবাদীকে আল্লাহ পছন্দ করে না।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।