আমি এখানে
- মোঃ আব্দুল্লাহ্ আল মামুন - মোঃ আব্দুল্লাহ আল মামুন ২৭-০৪-২০২৪

আমি এখানে
-----------------
আব্দুল্লাহ আল মামুন
------------------------------
----------------
এখানে আমি ,
আমায় ছেড়ে কোথায় তুমি?
আমি এখানে ,আমায় কোথায় হারিয়েছ ?
তোমার কাছ থেকে , অনেক দূরে

আমি আছি তোমার চোখে, তোমার দেহে
তোমার ঠোঁটে , তোমার অন্তরে

তুমি যদি খুঁজে না পাও, তবে তোমার স্পন্দন শোন

আপন মনে আমায় খুঁজে পাবে
নিজের মনের সুখগুলোকে খুঁজে পাবে.
তাদের অনুসরণ কর ,

তারা তোমায় আমার কাছে নিয়ে যাবে
আবেগ যেখানে কম্পিত তারা সেখানে
যেখানে সূর্য উদয় হয়
যেখানে একটি স্বপ্ন সাঁতার কাটে
যেখানে একটি জীবন্ত সুখ থাকে
যেখানে একটি জীবন্ত হাসি ফুটে ওঠে
আমি থাকব সেখানে

, তুমি যদি চাও, তোমার হাসি.
আপনার মন যে আদর বহন করে.
যে সুর তোমাকে বাঁচায়

আমি এখানে , তোমার আশায় বসে
আমি সেখানেই আছি ,
যেখানে তুমি হারিয়েছ আমায় .

একটি স্বপ্নকে ঘিরে বসে আছি
আমাদের স্বপ্ন
হাতে একটি কবিতা নিয়ে

তোমার স্পর্শ আমার ঠোঁটে
তোমার ঘ্রাণ আমার অন্তরে,
যদি তুমি আমায় চাও
আমার কাছে আস

তুমি অনন্তকাল স্পর্শ করতে পারবে
অথবা হাত ধরে হাটতে পার এক সাথে
নিজেকে খুঁজতে পার
জীবনের এক পাতা থেকে অন্য পাতায়
অথবা উড়তে পার অনেক উপরে
কারন একসাথে উড়ব মোরা

আমি এখানে
তুমি যেখানে জান
তুমি যদি আমাকে চাও
ডাক, আমি পৌঁছে যাব
আমি তোমার আশায় বসে আছি।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।