কারে দেখাবো মনের খায়েস গো
- ইকবাল হোসেন বাল্মীকি - অদ্য পুরাণ (অপ্রকাশিত কাব্য)

আমার খুব খায়েস আমার দেশ টা আয়তনে রাশিয়া হবে
নিদেন পক্ষে আজার বাইজান অথাব তুর্কিস্তানের চাইতে বড়
যেই কথা সেই কাজ, আদালতে মামলা টুকে দিলাম-
কারণ আমি অহিংসায় বিবি মরিয়েমের পুত্রকেও হার মানাই।
আমার জয় হয় আমি হুন মোগল দের হাত থেকে সমুদ্র এনেছি।

কিন্তু পদ্মার জল যে এত নিমক হারাম আমি কি জানতাম
দাদাদের বললে তো গেইট গুলো চিরতরে বন্ধ করে দিত
তখন বুঝতে মরদ খাকি পদ্মা- লঞ্চের স্বাদ কতো তিতা।
মাগী লাশ খা,বাঁশ খা, লোহা ফিরে দেয়। লোহার টন কতো জানিস?

নৌপরিবহন মন্ত্রণালয় টা প্রমোশন পেয়ে গভীর সমুদ্রে গেছে।
ওখানে নাকি জল-বাদশাহ সাড়ে তিনশ নরমুণ্ড চেয়েছেন
আপত্তি উঠেছে নরমুণ্ডের চাইতে বাচ্চা আর মহিলা মুণ্ড বেশি
বিদেশ মন্ত্রীর হেলিকপ্টার জলে নোঙ্গর করতে পেরেছে, চুক্তি সই হবে।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।