ওগো মাবুদ দয়াবান
- এস আই তানভী - শুক্রবারের কবিতা

.
তোমার দয়া ছাড়া মাবুদ
এক কদমও চলবে না,
চোখের পাতাও এক বিন্দু
নড়তে সর‍তে পারবে না।।

তবু মাবুদ তোমার সাথে
করে যাই নাফরমানী,
রহমান আর গাফফার নামে
ক্ষমা পাবো- এটাও জানি।

ওগো মাবুদ দয়াবান
করে দিও ক্ষমা,
তোমার কাছেই প্রাণপাখি
রয়ে গেছে জমা।।
----------------
০১/০২/১৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০১-০২-২০২০ ০৮:৫১ মিঃ

তবুও মাবুদ তোমার সাথে