সভ্যতার চাল-চিত্র
- এস আই তানভী
.
নিথর ভাবে পড়ে থাকা রাস্তাটাই জীবন,
মন- সেখানে পিষ্ট ইট-পাথরের বিছানা
আয়না, তার সামনে চিনতে পারি না নিজেকে
চাঁদকে নিষ্কলঙ্ক কোন সংজ্ঞায় বলি?
উঠা-নামার বাজার দরের বাজারে
ঘুরে-ফিরে হয়রান, আমি নই গো একা
দেখা মিলে প্রতিজনে- যারা আমারই মতো,
ক্ষত-বিক্ষত হৃদয়ের অধিকারী।
যান্ত্রিক সভ্যতা, চারিদিকে মানবতার অভাব
তাপ- কঠিন তাপে হৃদয়ে পোঁড়া ঘাঁ,
হাত-পা, বিদ্যা আছে-- বেকারত্বের দরবার,
অন্ধকার, অন্ধকারে তুমি-আমি, আমার মতো সবাই।
পূঁজিপতিদের পূঁজির অভাব কই?
নেই মেহনতি মানুষের হাহাকারের শেষ।
০১/০২/১৭ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।