আমাদের কথা দিন
- এস আই তানভী
.
সবাই কি পারে!
অন্যের মনের জমিনে আঁচড় কাটতে?
অন্যের মন মন্দিরে আসন করে নিতে?
নিজের প্রতি সবার আকর্ষণ বাড়াতে?
সবাই কি পারে!
নিজেকে সবার মাঝে বিলিয়ে দিতে?
নিজের হাসি দিয়ে অন্যের হাসি
ম্লান করে দিতে, মুহুর্তে?
আবার এও কি পারে সবাই!
নিজের হাসি বিলিয়ে অকাতরে
অন্যের দুঃখকে ভুলিয়ে দেওয়া.....।
না, না, না, সবাই পারেনা–
আপনি পেরেছেন আমাদের মাঝে।
এখানে এসে হয়তো ভাবছেন–
একি বলছি আমি!
আপনি যে পেরেছেন- নিজেই জানেন না;
বরং আপনার জানারও কথা নয়;
আপনি যে এখনো ভেবেই চলেছেন–
'কিছুই দিতে পারেননি!'
এখানে উচ্চস্বরে বলতেই গর্ববোধ করছি–
আমরা-ই গ্রহণ করতে শিখি নাই,
শিখি নাই– অন্যের থেকে জ্ঞানের আলো
কিভাবে বের করে আলোকিত হতে হয়?
হে শিক্ষাগুরু, কবি, দার্শনিক–
আমাদের আরো সময় দিন, আরো শেখান,
আলোর পথে যতদিন না হাঁটতে শিখছি-
হারাবেন না কোথাও, কথা দিন।
আমাদের কথা দিন, থাকবেন আরো
বহুদিন, আমাদের মাঝে; শেখানো জন্য,
অনেক অনেক শেখার বাকী রয়েছে....।
------------------------
০১/০২/২০২০
উৎসর্গঃ Probir Chanda (নয়ন স্যার)।
জন্মদিনের অনেক অনেক শুভেচ্ছা
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।