তবে পেছনে ফিরে দেখো
- রুহুল আমীন রৌদ্র ১৯-০৪-২০২৪

যদি তোমার যৌবনবৃক্ষের সমস্ত গোলাপ ঝরে যায়
নিয়তির বালিঝড়ে চাপা পরে সমস্ত পাপড়ি।
যদি বেঁচে থাকার ইচ্ছেগুলো ধসে যাওয়া পাহাড়ের মতো বিচূর্ণ হয়ে যায়।
যদি হৃদয় ভেঙে যায় দেয়াল হতে খসেপরা কাঁচের ফটোগ্রাফটির মতো।
আর জীবন গিয়ে দাঁড়ায়, সুউচ্চ গিরিখাতের প্রান্তবিন্দুতে
তখনও যদি আর দুদন্ড বেঁচে থাকার ইচ্ছে হয়,
তবে পেছনে ফিরে দেখো-
দুইকোটি এন্ডোমিডা ফুলে ফুলে সাজিয়ে দাঁড়িয়ে আছি এই আমি
যাকে তুমি কয়লাখনি ভেবে ঘৃণায় অবজ্ঞায় অবহেলায়
নিজেকে সপেছো রঙিন নেশায়।
আজ হয়তো সেই নেশার পাত্রই তোমায় ছুঁড়েছে এ্যাসট্রেতে।
যদি একে একে তোমার পায়ের নিচ হতে সরে যায় সমস্ত বালি
তবে চোরাবালির গহিনে ডুবে যাওয়ার আগে এ হাতটি ধরতে পারো।
সেদিনও নিঃশর্ত ভালোবাসায় তোমাকে বুকে জড়িয়ে,
ডুবে যাব চোরাবালির গহিন গহব্বরে।

মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।