আজকের কবিতা
- এস আই তানভী

.
নারীর দেহ ছাড়া
কবিতা আর হয় না।
অতীত-কবিরা রাতদিন
ভেবে ভেবে কত সুন্দর করে
নারীর ব্যাথা-বেদনা, সুখ-দুঃখ, রূপ-
লাবণ্যের বর্ণনায় জন্ম দিতো একেকটি কবিতা।

আজকের কবি- শব্দের
ঢেউ তোলে নারী অঙ্গের ভিতর-
বাহির নিয়ে, জন্ম হয় কুৎসিত কবিতা!

হৃদয় সতেজ হয় না
কিংবা বুকে দুরুদুরু কম্পন
জাগে না, দৃষ্টিতে লালসার আগুন
জ্বলে, উত্তেজিত হয়- টগবগ করে উঠে
সময়ের আগে কামনা-বাসনার সকল কু-প্রবৃত্তি।
রক্তের তেজ বাড়ে; সাথে বাড়ে অপরাধ শত সহস্র।।

ওদিকে নাটোরের
বনলতা সেন লজ্জায় মরে।
জীবনানন্দ দাশ ছিড়ে ফেলে তাঁর
অজস্র অশরীরী প্রেম কবিতার পান্ডুলিপি।
--------------------
৩০/০১/১৯ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০২-০২-২০২০ ০৮:০৩ মিঃ

বনলতা সেন লজ্জায় মরে