অভিলাষের বায়না
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

রিক্ততাকে ছুটি দিয়ে নতুন
বার্তাবাহকের ডাকবাক্সে কষ্টের
ঠিকানায় পাঠিয়ে দিলাম ৷
যত
অধরা অনুভূতি ছিলো লুকিয়ে মগজের
প্রকষ্ঠে,
ওদের কাছে টেনে নিলাম ৷
না কোন স্বপ্ন দেখার নিমিত্তে নয়,
কোন ক্যানভাস আঁকতেও নয় ৷
আজ এ নরাধম শুধু বাঁচতে চায় ৷
বাঁচার মত করে,
কবিতার হাত ধরে ,
রহস্যের মায়াজাল ভেদ করে ,
জীবনটাকে একটু সাজাতে চায় ৷
সাদা মানুষ সাদাই থাকতে চায় ৷
রঙ্গীন করার ছলে,
অভিনব কৌশলে,
পেতেছিলো কত শত ফাঁদ ৷
শুধু সময়ের ব্যবধানে,
নিয়তির অভীমানে,
বন্দী ছিল মনের প্রাসাদ ৷
আর থামবোনা ,
রঙের নামে কাঁদা মাখবোনা ৷
এলোমেলো লেখনীতে প্রত্যাশার
বারুদ জ্বালাবো ৷
ভালোবাসাকে এবার নতুন উপমায়
রাঙ্গাবো ৷
রচনাকাল : ০৭-০৮-২০১৪ ইং
সময়: বিকাল ০৪:৪৫


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।