ভালোবাসা দিয়েই
- এস আই তানভী
.
অর্জুন গাছের ছাল-বাকলের মতো
হৃদয়ের আবরণ মুড়িয়েছি সহ্যাদ্রি দিয়ে;
এ দেহের প্রত্যেক রক্তকণাকে
আদিকাল থেকে হিম করে রেখেছি–
এন্টার্কটিকা কিংবা হিমালয়ের মতো;
কখনো উত্তপ্ত হলেও কোন রক্তকণা,
খুঁজে পাই না তাতে হিংসা-প্রতিহিংসা কিংবা
অহেতুক আক্রমনাত্মক তেজস্ক্রিয়া।
দীঘল ঘন অরণ্যের অন্ধকারাচ্ছন্ন পথে,
মেঘেদের রাজ্যে যুদ্ধের মাঠে- বজ্রপাত কিংবা
বজ্রযানে, মহাসমুদ্রের বুকে প্রলয়ঙ্কারী ঝড়-তুফানে
আজন্ম সুখ সমাধান খুঁজি ভালোবাসায়।
সহযাত্রী, সহকর্মী, সহমর্মি কেউ হলে হতেও পারে;
না হলেও থামবে না পথ চলা, আমার
চেষ্টার ত্রুটির কমতিও হবে না কোনদিন;
জানি আমি জানি– এক ভালোবাসা দিয়েই
শয়নে-স্বপনে, বাস্তব কিংবা কল্পনায়,
পঞ্চেন্দ্রিয় কিংবা অনুভূতির ক্ষেত- খামারে
সুখ-শান্তি খুঁজে পাওয়া যায়…....।
--------------------
০৫/০১/২০২০
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্যসমূহ
এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।
০৩-০২-২০২০ ০০:১৮ মিঃ
শ্রেণীহীন সমাজে সাজবেই পৃথিবী-
- এস.আই.তানভী
লেলিহান শিখা জ্বলে পাজরে পাজরে
ব্যথায় ব্যথায় জমা হওয়া বিষ-ভরা পেয়ালা,
অবিরত দোল খায় অন্তরে অন্তরে।
শত শত মাইল দিলাম একাকী পাড়ি-
কোথাও নেই একটাও শ্রেণীহীন সমাজ,
হতাশা, লাঞ্ছনা নিয়ে একাকীই মরি।
শ্রেণী- ব্যবধানের যাতাকলে পিষ্ট হই অবিরত
প্রতিবাদ করাটাই অপরাধ, নির্মম বেত্রাঘাত
তারাতো দেখতেই পায় না- হৃদয়ের ক্ষত।
তবুও হাল ছাড়ি না, কখনোই ছাড়ি না আশা
রক্তাক্ত চরণে, ক্লান্ত দেহ-মন নিয়ে
অনাগত প্রজন্মের তরে রেখে যাই ভালোবাসা।
আমার কথা বুঝতে অপারগ এই মূর্খ সভ্যতা
শ্রেণী-শোষকদের কালো দাঁত ভাঙতে
অনাগত প্রজন্মকে জাগাবেই আমার কবিতা।
প্রস্তুতি চলছে, সেই দিন আর বেশি দূরে নয়
জানি না- পৃথিবীর কোনদিক থেকে তারা আসছে
তবে আসবেই, শ্রেণীহীন সমাজ করবেই জয়,
হয়তো সেদিন আমি থাকবো না, পৃথিবী টা হবে শান্তিময়।
------------------
১৯/০১/২০১৭ইং।

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।