পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা
- এস আই তানভী

.
আজ থেকে শুরু হোলো
মাধ্যমিকের পরীক্ষা,
পিতা মাতা গুরুজন;
দিয়েছেন যত শিক্ষা–
সেসব নিয়েই শত
প্রশ্ন হবে যত তত,
উত্তর লিখতে পারবে যে
পাশ করবে পরীক্ষা- সে।

গর্বে উঁচু হোক মাথা,
আলোকিত হোক মুখ,
হাসি মুখে পিতা মাতা
ভুলে যাক সব দুখ!
ছেলে মেয়ে বড় হোক
স্বপ্ন যত পূর্ণ হোক,
ধন্য হোক দেশ- জাতি,
দূর হোক কালো রাতি।

সবার জন্য শুভেচ্ছা
রইলো শুভ কামনা,
সুস্থ দেহে শেষ হোক
পরীক্ষার সু-ব্যঞ্জনা।।
-------------------
০৩/০২/২০২০


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৩-০২-২০২০ ২৩:৪০ মিঃ

পরীক্ষার্থীদের জন্য শুভ কামনা