আহা! বাংলায় কী জাদু
- এস আই তানভী
.
আজ আমি ছন্দে ছন্দে
কবিতা প্রসব করি আনন্দে।
গল্পের বধুকে রূপে গুণে সাজাতে
হরেকরকম উপমা পারি বানাতে।।
উপন্যাসের চরিত্রগুলো!
মুক্তর মতো ছড়ায় জীবন্ত আলো।
আজ আমি ফুল-ফল, প্রজাপতি আর
পাখির কণ্ঠ নিয়ে গান রচি,
গাছগাছালি, সাগর-নদী, পাহাড় ঝর্ণার কথা
ভেবে ভেবে হৃদয় শুচি।
যা কিছু করি জীবনে মনেপ্রাণে, কাগজে আর কলমে,
সবই তো বাংলায়, বাংলাকেই ভালোবাসি দমে-দমে।
পৃথিবী জুড়ে রয়েছে কত হাজার হাজার ভাষা!
উচ্চারণে মুখ বেঁকে যায়, মিটেনা মনের আশা।
মা'কে আমি মা বলি, তার শ্বশুর আমার দাদু
বাবার শ্বশুর নানা, আহা! বাংলায় কী জাদু।
জন্ম থেকেই পেয়েছি আমি বাংলা ভাষা, মায়ের ভাষা
এই ভাষাতেই হাসি আমরা ধনী-গরিব, সাহেব চাষা।
--------------------
০৩/০২/১৯ইং
০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন

মন্তব্য যোগ করুন
কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।