কিছু প্রশ্ন ও তোমরা
- মো: শফিকুল ইসলাম মোল্লা ( সজীব)

একটা চোরাবালিতে ডুবে যাওয়ার অনুভূতি তোমরা জানো?
অথবা সায়ানইডের স্বাদ?
আত্মার বসতি কোথায় জানো?
অথবা নীহারিকার প্রাসাদ?
প্রশ্নমালা সংক্ষিপ্ত করতে গেলে,
হাওয়া লাগে
বিকর্ষন আর চক্রান্তের পালে ৷
তবুও কি উত্তর মেলে?
হারিয়ে যাওয়া সেই সাদা গোলাপের শতদলে বন্দী অনুভূতিরা বিদ্রোহী ভাষায় জেগে ওঠে ৷
সূর্যালোককে বন্দী করে সবুজ বাড়িতে করি চাষ,
যদি নতুন গোলাপ ফোঁটে!
তোমরা পৃথিবীকে খুড়ে খুড়ে নতুন গহ্বর বানিয়ে
প্রতিনিয়ত আমাকে ভোলানোর বৃথা প্রচেষ্টা চালাও ৷
আর আমার আকাশের দিবাকরকে নিস্তব্ধ করে
কেড়ে নিয়ে যাও ৷
অথচ উত্তরমালা সাজাতে অপারগতা দেখাও ৷
যদি না পারো ,
আমাকে মুক্তি দাও ৷

রচনাকাল: ০৭-০৮-২০১৪ইং
সময়: রাত ১১:০০ টা


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 0টি মন্তব্য এসেছে।