কষ্টের কলা
- রফিকুল ইসলাম রফিক

যখন হৃদয় কাঁদে চুপিসারে একা
তখন আপন মনে তোমারেই খুঁজি
যদিও তোমায় আমি অতটা না বুঝি
তবুও তোমায় চাই চাই পেতে দেখা ।
হৃদয়ের ফুলবনে ফোটাতে যে ফুল
তোমার নেই তো জুড়ি তুমি বনমালী
আকাশে খুশীর চাঁদ যেন এক ফালি
তাই তো তোমায় পেতে আমি যে আকুল।

কখনো বা খুঁজে পাই কখনো হারাই
কেবল তারাই জানে পেয়েছে যারাই
কবি হবো লিখে যাবো জীবনের কাব্য
আমার হয়নি আজো সেই নদী নাব্য।
এ কঠিন বুঝানোর নেই ভাষা নেই
শেষমেষ অবশেষ বুঝলাম এই
কষ্টের নদীতে খুব ডুব দিয়ে চলা
এই হোল কবিতার কষ্টের কলা ।


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 1টি মন্তব্য এসেছে।

০৮-০৮-২০১৪ ০১:১১ মিঃ

খুব ভালো লাগলো রফিকুল ভাই ৷