মানুষের জন্য মানুষ'ই হতে হবে
- এস আই তানভী

.
পৃথিবীটা নির্মাণের দায়িত্ব যাদের কাঁধে-
শত লাঞ্ছনা, লাথি, থাপ্পড়, লাঠিপেটা আর
গালমন্দ হজম করে বেঁচে থাকে।

তোমাদের গগন ফাটা ধমক নয়, হৃদয় ফাটা
ধমকে প্রতিটা দমে বুকের ভেতর কষ্টের মানচিত্র
অঙ্কিত হয়; মানুষ হয়ে জন্মানোর আফসোস
কুড়েকুড়ে খায় তাদের---
আন্দোলন করতে হয়- ন্যায্য দাবী নিয়ে,
ন্যায্য পাওনা নিয়ে, পেটের দায়ে।।

তাদের হাতের ছোঁয়া ছাড়া কোনটা হয়েছে ধন্য-
তোমাদের প্রতিযোগীতার সুবিশাল অট্টালিকা,
ফুলদানি, আসবাবপত্র কিংবা কলকারখানা
অথবা কোটি টাকার শখের গাড়ি?

অথচ তারাই মরে বিনাচিকিৎসায়, গাছতলায়
হাসপাতালের বারান্দায় আর তোমরা?
জ্বরের ঔষধ নিতে ছুটে যাও বিদেশ পানে।

মসজিদ, মন্দির, গীর্জার প্রতিটি ইট- পাথরের খন্ড
তাদের ঘামের দাম শোধ দিতে পারে না বলে,
ক্ষমাপ্রার্থনা করে যায় দিন রাত্রী সমানে সমান।
-আর তোমরা? মানুষ! তারা মাটির পুতুল!
--------/---/----/------
১৭/০১/১৮ইং


০৬-০৬-২০২৩
রকমারি থেকে বই কিনুন
মন্তব্য যোগ করুন

কবিতাটির উপর আপনার মন্তব্য জানাতে লগইন করুন।

মন্তব্যসমূহ

এখানে এপর্যন্ত 2টি মন্তব্য এসেছে।

০৭-০২-২০২০ ১৬:৫৭ মিঃ

শুদ্ধস্বর ডটকম (অনলাই) পত্রিকায় ০৭/০২/২০২০ তারিখে প্রকাশিত।

০৭-০২-২০২০ ০৮:৫৯ মিঃ

মানুষের জন্য মানুষ'ই হতে হবে